Showing posts with label টিউটোরিয়াল. Show all posts
Showing posts with label টিউটোরিয়াল. Show all posts

Wednesday, November 20, 2019

ব্যবসা করতে চান? আমার সামান্য ধারনা আপনার জন্য। আশা করি আপনি সফল হবেন।

আসসালামুয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি। আজ জানাব ব্যবসা যারা করতে চান তাদের জন্য আমার কিছু কথা। আমারা জানি আমাদের হাতে অনেক সুযোগ আছে আর অনেক ব্যবসা চারপাশে রয়েছে। তাই আপনি চাইলে আপনিও অনেক ভালো ব্যবসা শুরু করে মাসে অনেক টাকা আয় করতে পারবেন। আপনি চাইলে পারবেন কারন এ জুগে সব সম্ভব। কারন আমরা বর্তমানে ডিজিটাল বিশ্বে আছি আর এখন সবকিছু পাওয়া যায়। কিভাবে শুরু করবেন? শুরু করতে হলে আপনাকে প্রথমে ধারনা নিতে হবে। না হলে লস খাবেন। আপনাকে ব্যবসার ও উদ্যোক্তার কিছু বড় পড়তে পারেন। আর পড়তে ভালো না লাগলে ইউটিউবে যাবেন সারা দিন ভিডিও দেখলে শিখে যাবেন। তারপর খাতা কলম নিয়ে প্লান শুরু করে দিন। আপনি আপনার পছন্দের কাজটি করবেন। তাহলে চলুন একটি টিন নম্বর বানাই। ব্যবসা করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি যে অঞ্চলে ব্যবসা করতে চান সেখানে টিন নম্বর বানিয়ে ফেলবেন। তারপর কাজ শুরু করবেন। প্রথম প্রথম হয়ত কাজ একটু কষ্ট হতে পারে কিন্তু ভালো ফল পাবেন যদি সব ঠিক থাকে। তো কিভাবে সব ঠিক রাখবেন? অবশ্যই আপনার লাগবে ভালো কোয়ালিটি। তারপর আপনার লাগবে ক্রেতা। এটা খুজতে প্রথমদিকে আপনার অনেক কষ্ট হতে পারে। পারন সবাই আপনাকে চেনে না। অনেকে চিনলেও আপনার পণ্য সম্পর্কে তাদের ধারনা নেই ব্ললেই চলে তাই কিনবে না। তাই আপনাকে একটু কষ্ট করতে হবে। এর জন্য আপনার দরকার প্রচার। প্রচারেই হবে প্রসার। বেশি বেশি প্রচার করার জযন আপনি অনেক টেকনিক ব্যবহার করতে পারেন। আর প্রথমদিকে একটু খরচ করতে হবে। যেমন দোকানের বড় একটি সাইনবোর্ড লাগালেন। তারপর অনলাইনে যেমন ফেসবুকে প্রচার করলেন। তাছাড়া এলাকায় মাইকিং করতে পারেন ইত্যাদি। এতে আপনার অনেক প্রচার হবে। ধরুন রাস্তা দিয়ে প্রতিদিন ১০০ জন লোক যায়। তাহলে মাসে ৩০০০ জন আর বছরে ৩৬৫০০ জন আপনার সাইনবোর্ড দেখবে। আর আপনার দোকান যদি আরও ভালো মানে লকাল্যে হয় তাহলে দেখবেন আপনার সাইনবোর্ড বছরে লাখের উপরে মানুষ দেখতে পাবে। জিনিসটা ভালো না?
এবার আসি যাদের টাকা নেই তারা কিভাবে ব্যবসা করবেন? ব্যবসা করতে টাকা লাগে এমন কথা নেই। আপনার যদি শূন্য থাকা থাকে তখনও আপনি ব্যবসা করতে পারেন। তখন কিভাবে শুরু করবেন? এটা অনেক সহজ। আপনাকে ডিল করতে হবে ব্যবসায়ীদের সাথে। তাদের অনেকে পণ্য আগে দিয়ে বিক্রির পর টাকা নেবে। ফলে লাভ করার পড় আপনি পরিশোধ করতে পারবেন। আপনি চাইলে অন্যের পণ্য বিক্রি করে কমিশন নিতে পারেন। এটা অনেকে করে থাকেন। যতক্ষণ নিজের একটু ভালো সঞ্চয় না হবে ততদিন এই কাজ আপনি করতে পারবেন। এবাভে আপনার প্রথম ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আপনার কাজে লাগবে আমার কথা গুলি। ভুলত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।

Saturday, October 19, 2019

কম্পিউটারে বাংলা লেখায় আপনিও হয়ে যান বস - মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টাইপিং শিক্ষা

কম্পিউটারে আপনিও এবার বাংলা লিখতে পারবেন সহজে আর আমি দেখাব বিজয় কীবোর্ড ব্যবহার করা। নিচে ভিডিও দিয়েছি আর এখন একটু ধারনা দেই। ভিডিও দেখে শিখবেন আর বাসায় প্রাকটিস করবেন। বাংলা লিখতে হলে আমাদের যা যা লাগে তা হলঃ একটি বাংলা কীবোর্ড আর দুইটি সফটওয়্যার। সফটওয়্যার গুলির ভেতর একটি বিজয় আরেকটি বাংলা ফন্ট। একবার আপনি লিখতে পারবেন সহজে। মুলত যারা অফিসের বা ওয়ার্ডের কাজ করি তাদের বাংলা লিখতে হয় অনেক কাজে। বাংলা ব্লগ বা বাংলা লিখতে হয় আমাদের প্রতিদিনের নানা কাজে। এই জন্য আপনাকে শিখতে হবে। এতে আপনি অনেক এডভান্স পাবেন আপনার কাজে। আগের চেয়ে বর্তমানে বাংলা লেখা অনেক সহজ হয়ে গেছে। আগে আমরা শুধু কম্পিউটারে লিখতাম বাংলা।


Friday, October 18, 2019

কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ দিয়ে বিজনেস কার্ড তৈরি করবেন .Microsoft Word 2019 Business Card Tutorial by Shaharear

বিজনেস কার্ড বানানো অনেক সহজ। আর আমি দেখাবো কিভাবে আপনি এম এম ওয়ার্ডে এটি তৈরি করতে পারেন। যারা ফটোশপ বা অন্য অন্য সফটওয়্যার ইউজ করতে জানেন না তারা অবশ্যই দেখুন। তাছাড়া বিজনেস কার্ড তৈরি করা শিখলে আপনাদের এটি অনেক কাজে লাগবে। আপনাদের আমি খুব সিম্পল বা সাধারন একটি বিজনেস কার্ড বানিয়ে দেখাব। আপনি এটি মাইক্রোসফট ওয়ার্ডের যেকোনো ভার্শন থেকে বানাতে পারেন। আমি মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ দিয়ে শুরু করছি।


Wednesday, October 9, 2019

মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টিউটোরিয়াল #১ বোল্ড ইটালিক আর আন্ডারলাইন কিভাবে করতে হয় শিখে নিন - Microsoft Word 2019 Bangla Tutorial

বোল্ড ইটালিক আর আন্ডারলাইন এই তিনটি শব্দের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। হ্যাঁ আমরা যারা লিখালেখি করি তারা জানি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ব্যবহার করে থাকি। যারা নতুন তাদের কাছে হয়ত বিষয়টি জানা নেই। তাই আমি আরেকবার জিনিসটি দেখাব। মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯শে ও বোল্ড ইটালিক আর আন্ডারলাইন করা যায়। মুলত হোমে আপনারা এই ফিচারটি পেতে পারেন। আর এটা অনেক সহজ। আপনার লেখাকে মার্ক করে দেখানো যাবে। অনেক কাজে লাগে এই ফিচারটি।
আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট টি এড করে রাখুন। সেখানে আমি আমার সম্পূর্ণ কোর্সের ভিডিও দেব। আর আপনারা শেখান থেকে সহজে আরও শিখতে পারবেন। আর যে কোন সমস্যায় আমাকে জানাবেন। আমি আপনাদের সাহায্য করব।

তো চলুন শুরু করি। ভিডিওতে দেখুন। আশা করি সহজে বুঝতে পারবেনঃ



Tuesday, October 8, 2019

মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টিউটোরিয়াল কোর্স সিরিজ - Microsoft Word 2019 Bangla Tutorial ( Course Outline Introduce, New Doc, Template, CV Format and lots more)

লিখালিখির জন্য কম্পিউটারে সেই অনেক আগে থেকেই মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যবহার। যুগের পরিবর্তনের সাথে সাথে এই মাইক্রোসফট ওয়ার্ড দেখতে দেখতে এখন ২০১৯শে চলে এসেছে। মনে আছে সেই ২০০৩ বা ২০০৭ এর কথা। এখন এর ব্যবহার খুব কমই দেখা যায়। আর ফিচারগুলিও নতুন ভাবে এসেছে। আগের চেয়ে অনেক উন্নত আর সহজ হয়েছে। এখন আপনি এই ওয়ার্ড ২০১৯ দিয়ে অনেক কাজ করতে পারবেন। নতুন ফিচারের পাশাপাশি আগের মত সবই করতে পারবেন। এবার আসি আমার এই কোর্সের সম্পর্কে। আমি আমার কোর্সে চেষ্টা করব আপনাদের মাইক্রোসফট অফিস এর মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ সম্পর্কে সবকিছু শেখানোর বিগেইনার তো এডভান্স। আপনার ক্যারিয়ার গঠনের জন্য এই লিখালিখির বেসিক জানা অনেক জরুরী। আশা করি আপনি আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে উপকৃত হবেন। কোর্স শেষে আপনাদের কিছু প্রফেশনাল কাজ ও ডাটা এন্ট্রির মত কাজ করানো শেখাবো। তাছাড়া আপনাদের সিভি বানানো, ক্যালেন্ডার বানানো, ছবির কাজ, গানিতিক ইকুয়েশন এগুলির ও কিছু কাজ করে দেখানর চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেলের নাম “Shaharear”. আজ আপনাদের প্রথম ভিডিও এখানে সিম্পল কিছু ধারনা দেব এই মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ সম্পর্কে যার অনেক কিছু হয়ত আপনি জানেন না। আশা করি অবাক হবেন আপনি। আপনাদের যা কিছু সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবেন।