Thursday, December 26, 2019

নতুন বছরের ক্যালেন্ডার ২০২০ সাল বাংলা সরকারী ছুটিসহ জলদি নিয়ে নিন

আসসালামালাইকুম সবাইকে স্বাগতম। দেখতে দেখতে ২০১৯ চলে গেল। এবার আসছে ২০২০ সাল। নতুন বছরকে কেন্দ্র করে চলছে নানা আয়োজন। বছরের এই শেষ সময়ে সবার মনে একটি বিষয় ঘুরতে থাকে সেটা হল কেমন হবে আগামি বছর। আল্লাহর কাছে আসুন সবাই মিলে দোয়া করি। আল্লাহ যেন আমাদের নতুন বছরকে অনেক সুন্দর করেন। সকল কষ্ট দুঃখ দূর করে দেন। সবার নতুন বছর ভালো কাটুক। বন্ধুরা আপনারা যারা নতুন বছরের ক্যালেন্ডার খুঁজছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম ২০২০ সালের ক্যালেন্ডার। এখানে আপনাদের জন্য বাংলাদেশি ছুটির দিনসহ নিয়ে এলাম। তো দেরি কেন এখুনি ডাউনলোড করুন। আর নিচের ছবির মত একটি ক্যালেন্ডার পাবেন আপনারা। আমার জন্য দোয়া করবেন। যেন দুই হাজার বিশ সালে আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত হয়। ২০১৯ সাল আপনাদের কেমন কাটল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আগামি নতুন বছর ২০২০ সালে কি চাওয়া পাওয়া সেটাও জানাবেন। আসা করি নতুন বছর হোক সবার সুখময়।

ক্যালেন্ডার পেতে এখানে ক্লিক করুন


Sunday, December 15, 2019

স্কুল কলেজের ব্যাগ মাত্র ৩৫০ টাকা থেকে শুরু। গতকাল মিরপুরের ভ্লগ আর কিছু কথা

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই। আমি শাহরিয়ার আপনাদের আজ জানাব গতকালের মিরপুরে ঘুরার গল্প। আর শেষে দেব একটি ভিডিও সেখানে আপনারা দোকানের রিভিউ পাবেন। এবার আমি ব্যাগের দোকানে ঘুরে এসেছি। আপনাদের জন্য অনেক ব্যাগের রিভিউ করেছি। রয়েছে এখানে আমার ইউটিউব চ্যানেলে সব ব্যাগের ভিডিও। আসা করি ভালো লাগবে। যারা শুধু ভিডিও দেখতে চান একদম নিচে চলে যান। তো শুরু করছি। গতকাল আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে যাই আমার প্রিয় ক্যাম্পাসে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুন্দর আশুলিয়া ক্যাম্পাস। সেখানে একটু কাজ ছিল। দিনটি অনেক খারাপ ছিল। আমি প্রথমে দোকানে যাই সেখানে যেয়ে ফিল করি আমি কিছু ফাইল ভুলে রেখে এসেছি। বাসায় আবার চলে আসি। সেখান থেকে ফাইল নিয়ে যেতে যেতে আবার ফিল করি আরেকটি কাজ বাকি তাই আবার যাই বাসা থেকে। কিন্তু এভাবে আমার অনেক সময় চলে যায়। জে কাজ ১১ টায় হওয়ার কথা ছিল সেটা হয়েছে আমার দুপুর ১২.৩০ মিনিটে। তো কি আর করার রওনা হই ঢাকার উদ্দেশ্যে। মিরপুরে আমি যাই ১ টায়। যাওয়ার সময় একটি মজার ঘটনা ঘটে। এই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহার আল্লাহকে অনেক সুকরিয়া আদায় করছি। আসলে জে গাড়িতে উঠেছিলাম সেটি ফুল ভর্তি হয়ে যায় তখনি। ফলে আর কোথাও যাত্রী নেওয়ার জন্য বা উঠানোর জন্য থামানো হয় নি। ফলে খুব জলদি পৌঁছে যাই। আর ভালো লাগে এভাবে যেতে। জীবনের প্রথম লোকালে এভাবে গেলাম। অন্য সময় তো মিনিটে মিনিটে গাড়ি থামতে দেখতাম। যাই হোক আলহামদুলিল্লাহ্‌। তারপর আমি আমার সেই দোকানটিতে পৌঁছে যাই।

Thursday, December 5, 2019

বললি না কেন - গাজী মিজান, গানের লিরিক্স বাংলা

বললি না কেন, আগে থেকে দুচোখ, বেয়ে ঝরনা নামে
বললি না কেন, আগে থেকে দুচোখ, বেয়ে ঝরনা নামে

চোখেও ও মন আছে মনেরও মন ,একটু চলে আর একটু থামে
চোখেও ও মন আছে মনেরও মন ,একটু চলে আর একটু থামে

কিনতে চেয়েছি রোদ্দুর দিন, তোর দুটি চোখ ছিল খুব উদাসীন
কিনতে চেয়েছি রোদ্দুর দিন, তোর দুটি চোখ ছিল খুব উদাসীন