Sunday, April 28, 2019

অপরাধ নিয়ে আমার একটি মুক্ত চিন্তা

ছোটবেলা থেকে আমরা বাংলা বলছি, ভাত খাচ্ছি আর এই দেশের আবহাওয়াতে বড় হচ্ছি। একবার ভাবুন তো এখন যদি আপনাকে অন্য কোন দেশে নিয়ে যাওয়া হয় তাহলে আপনি অসুস্থ হবেন, কথা বলতে পারবেন না আর খেতে পারবেন না। কি ঠিক তো?
এবার বলি আমাদের দেশে ছোট ছোট শিশুদের আমরা যদি ঠিক মত সেখাতে না পারি তাহলে তারা বড় হয়ে অপরাধ করবে। আমাদের যেমন বাংলা বলতে ভালো লাগে। আর অন্য ভাষা শিখলেও বাংলার মত পাই না। একজন মানুষের অভ্যাসও ঠিক এমনি। আর সহজে অন্য অভ্যাসে যাওয়া যায় না। আপনি জম্নের পর থেকে যে কাজটি বেশি করে আসছেন সেটি আপনার জন্য বেস্ট। যেমন ভাত খাই সারা জীবন আর বাংলা বলি সারা জীবন।
এবার আসুন আমরা কেন অপরাধ করি? এর জন্য কি

Friday, April 26, 2019

রিলেশন ধোঁকাবাজ - সেই মুহুর্তে আমি আসলে ভুল ছিলাম

প্রেমিকার পাঠানো স্ক্রিনশটে আমি যখন দুইটা গ্রামীনফোনের নেটওয়ার্ক দেখেছিলাম, সত্যি বলতে আমার তখন একটু হলেও খারাপ লেগেছিলো।
বলেছিলাম, 'তোমার আরেকটা জিপি সিমের নাম্বার আমার কাছে নেই তো। এমনকি তোমার যে দুটো সিম তুমি আমাকে সেটা জানাওনি পর্যন্ত।'
প্রেমিকা আমাকে