Wednesday, May 27, 2020

গল্পঃ বৃষ্টি কুমার (কাল্পনিক) | লিখা: হুমায়রা নাজনীন অর্পা

ইশ্! বৃষ্টি আসলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা। আমার প্রেম ভালবাসা যেন এই প্রকৃতির বৃষ্টি। বৃষ্টির আগমনী বার্তা টের পেলে আমার মাথা ঠিক থাকেনা। আমি পাগল হয়ে যাই। আমার ঠান্ডা লাগার প্রব্লেম থাকলেও মাতাল হয়ে যাই আমি। আসুক জর আসুক I don't care!!!!!
দাড়াও তোমার কেয়ার করা দেখছি! বলেই শরীফ ছুটল আম্মুর কাছে।
ধুর! এই পাজির হাড্ডিটার জন্য ভেজাও যায়না। ওহ বলতেই ভুলে গেছি। শরীফ আমার ছোট ভাই। ওরফে মায়ের চামচা কিছু একটা হলেই আমার নামে মায়ের কাছে বলে দিবে। ছুড়া বড়ই বদ। আব্বু সব সময় আমার পক্ষেই নেন। আম্মু বেশি বেশিই বকে।