Wednesday, October 30, 2019

ফেসবুকে আমি বার বার হারছি, পারছি না একটি ব্যবসা দার করাতে



জীবনে বড় হতে কে না চায়। আমাদের সবার মনে আশা থাকে জে জীবনে কিছু করব। অনেক কষ্ট করি প্রতিদিন কিন্তু লাভ হচ্ছে না। আসলে কি বলব ভাই সারা রাত আমি ফেসবুকে লাইক বাড়ালাম। ৫০০ লাইক বানালাম অথচ সকালে দেখি আমার ফেসবুক ডিজেবল। খুব কষ্ট লাগে তখন। আরেকটি বেপার দেখেছেন? ফেসবুকে একটি কপি রাইট দেখতে পেলেই আইডি ডিজেবল করে দেয়। অথচ ইউটিউবে ৩ বার স্ট্রাইক দেয়। ফেসবুকে আপিল করলে কোন সারা দিচ্ছে না। বিশেষ করে আমাদের দেশের মানুষদের জন্য কোন মূল্য নেই। আমি আমার আইডিতে ৫০০০ ফ্রেন্ডস বানিয়ে একটি পেজ ক্রিয়েত করি। সেখানে আমি ৫০০০ লাইক পাই। কিন্তু কি জানেন তো? পেজটি ৫ মিনিট পর আনপাবলিশ করে দেওয়া হয়। আচ্ছা এগুলি কি ঠিক? একজন মানুষ মাথার ঘাম পায়ে ফেলে একটু ভালো অবস্থায় আসে, কিন্তু তাদের এভাবে ফেসবুক কেন ব্যান করে? একটি ফেসবুক আইডি বা পেজ হযাক হলে তার সিকিউরিটি তারা দিতে পারে না। নেই কোন ভালো ভেরিফিকেশন সিস্টেম। নেই কোন যোগাযোগের মেইল বা লাইভ চ্যাট সিস্টেম। তাছাড়া তাদের এই ফেসবুকে আরও অনেক সমস্যা। মাঝে মাঝে তাদের সার্ভার ডাউন হয়ে যায় আবার মাঝে মাঝে বিনা কারনে মানুষের আইডি নষ্ট করে দেয়। আসলে তাদের যে রুলস আছে আমার মনে হয় তারা নিজেরাই এগুলি মানে না। লুচ্চা জুকারবাগ মেয়েদের দেখার জন্য ফেসবুক বানিয়েছিল। গতবছরই তো মামলা খেয়ে বসেছিল। আপসোস ফেসবুক এখনো চলছে। আর ভুগছি আমরা। ফেসবুকে অনেক ক্রাইম হচ্ছে আর এটি বেরেই চলছে প্রতিনিয়ত। বন্ধ হলেই ভালো হত এটা। জানেন একটি পেজ ছোট থেকে বড় বানাতে আমাদের কতটা কষ্ট করতে হয়? অথচ সেটা নষ্ট হতেও সময় লাগে না। হ্যাক হলে ফিরে পাওয়া যায় না। আপনি না ঘুমিয়ে না খেয়ে দিন রাত কাজ করে একটি ফেসবুক পেজ দার করাবেন আর অরা সেই পেজ ডিজেবল করে মজা নেবে। এসব কাজ ঠিক নয়। এগুলি বন্ধ করুন নয়তো ফেসবুক বন্ধ করুন। আপনার ব্যবসা বাদ দিন। মানুষ নিয়ে খেলবেন না।

Saturday, October 19, 2019

কম্পিউটারে বাংলা লেখায় আপনিও হয়ে যান বস - মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টাইপিং শিক্ষা

কম্পিউটারে আপনিও এবার বাংলা লিখতে পারবেন সহজে আর আমি দেখাব বিজয় কীবোর্ড ব্যবহার করা। নিচে ভিডিও দিয়েছি আর এখন একটু ধারনা দেই। ভিডিও দেখে শিখবেন আর বাসায় প্রাকটিস করবেন। বাংলা লিখতে হলে আমাদের যা যা লাগে তা হলঃ একটি বাংলা কীবোর্ড আর দুইটি সফটওয়্যার। সফটওয়্যার গুলির ভেতর একটি বিজয় আরেকটি বাংলা ফন্ট। একবার আপনি লিখতে পারবেন সহজে। মুলত যারা অফিসের বা ওয়ার্ডের কাজ করি তাদের বাংলা লিখতে হয় অনেক কাজে। বাংলা ব্লগ বা বাংলা লিখতে হয় আমাদের প্রতিদিনের নানা কাজে। এই জন্য আপনাকে শিখতে হবে। এতে আপনি অনেক এডভান্স পাবেন আপনার কাজে। আগের চেয়ে বর্তমানে বাংলা লেখা অনেক সহজ হয়ে গেছে। আগে আমরা শুধু কম্পিউটারে লিখতাম বাংলা।


Friday, October 18, 2019

কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ দিয়ে বিজনেস কার্ড তৈরি করবেন .Microsoft Word 2019 Business Card Tutorial by Shaharear

বিজনেস কার্ড বানানো অনেক সহজ। আর আমি দেখাবো কিভাবে আপনি এম এম ওয়ার্ডে এটি তৈরি করতে পারেন। যারা ফটোশপ বা অন্য অন্য সফটওয়্যার ইউজ করতে জানেন না তারা অবশ্যই দেখুন। তাছাড়া বিজনেস কার্ড তৈরি করা শিখলে আপনাদের এটি অনেক কাজে লাগবে। আপনাদের আমি খুব সিম্পল বা সাধারন একটি বিজনেস কার্ড বানিয়ে দেখাব। আপনি এটি মাইক্রোসফট ওয়ার্ডের যেকোনো ভার্শন থেকে বানাতে পারেন। আমি মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ দিয়ে শুরু করছি।


ভালো কোয়ালিটির মিনি সাউন্ড বক্স মাত্র ৩০০ টাকায় সস্তায় কিনুন আমার মত . Sound Speaker Under 5$ From Dhaka Bangladesh

আমার নতুন সাউন্ড বক্স বা স্পিকার দেখুন। তার আগে আমি আপনাদের গল্প বলতে চাই কিভাবে আগের স্পিকার ভেঙ্গে গেল ফলে নতুন একটি কিনলাম। আর নিচে ভিডিও দিছি যারা চান ভিডিওতে আমার স্পিকার দেখে নিন। শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল্বেন না কিন্তু। আমি গত সেমিস্তার বিরতিতে গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই আর সেই অনুযায়ী ব্যাগ গুছাই। ভাবলাম আমার সাউন্ড বক্স সাথে নেই। একটু বাজানো যাবে। আর গ্রামে ভাইদের সাথে আনন্দ করব অনেক মজা হবে। তাই নিলাম। পরের দিন ভোরে আমরা সাভার থেকে বাসে করে রওনা করি। দুপুরে পৌছাই গ্রামের বাড়িতে। সেখানে আমি আর আমার পরিবারের সবাই সবাইকে দেখে অনেক খুশি হই। অনেক দিন পর পরিবারের লোকজনদের দেখে কার না ভ্লাও লাগে। আমারও সেইম। প্রথমদিন রেস্ত নেই। কিন্তু পরের দিন আমি গান বাজাই। ভালোই চলছিল। কিন্তু এক সময় খেয়াল করি যে একটিতে সাউন্ড হচ্ছে, আরেকটি বন্ধ। অনেক চেষ্টা করেও ঠিক করতে পারি নি। হয়ত আসার পথে কোন চাপ খেয়ে এমনটি হতে পারে। কি জানি। এভাবে চলতে পারে না।


Saturday, October 12, 2019

অনেক দিন পর প্রিয় গ্রামে বেড়াতে যাওয়ার কিছু গল্প, গ্রামের সবুজ রাস্তার আর বাজারে সিঙ্গারা খাওয়া - ধলাইতলা গ্রাম নড়াইল ভ্লগ Dhalaitola Village, Narail Vlog

প্রায় ৪ বছর পর এবার গ্রামের বাড়ি গেলাম। ভালো লাগে আমার ধলাইতলা গ্রাম। আমি যখন গ্রামে যাই অনেক দিন পর মনে হয় অনেক কিছু চেঞ্জ গ্রামের। প্রথমত আমাদের গ্রামের বাড়ি অনেক পুরানো হয়ে গেছে। তারপর আশেপাশে অনেক পরিচিত মানুষ নেই। এছাড়াও রয়েছে অনেক পরিবর্তন। মসজিদ, মাদ্রাসা, নদী, খাল বিল, রাস্তাসহ আরও অনেক। বর্ষার সৌন্দর্য এবার গ্রামের বাড়ি উপভোগ করলাম সবার সাথে। অনেক মিস করি শহরে থেকে প্রিয় গ্রামকে। যাই হোক বলে রাখা ভালো এটা আমার নানা বাড়ি। নানা নানু সেই অনেক বছর আগে মারা গেছেন। শুধু ছোট মামা আর মামি থাকেন আমার এই ছোট্ট গ্রামে। তাদের কাছেই যাওয়া। ছোটবেলা থেকে মামার আদর পেয়ে বড় হয়েছি। আর নানু বেঁচে থাকতে আমাকে অনেক ভালবাসতেন। আমি এই গ্রামেই বড় হয়েছি। এখানের নদীতে গোছল করেছি। এখানের স্কুলে পড়েছি। এখানের মক্তবে আমি প্রথম আরবি শিখি। তাছাড়া আমার লাইফের সব কিছুই বলতে এই গ্রাম। গ্রামের সবার বাড়ি ও সবার নাম মুখস্ত আমার আর মুখ চেনা সবার। অনেক আপন তারা আমার। তাই যেখানেই থাকি গ্রামে আসার জন্য সুযোগ খুজতে থাকি আমি। এবার অনেক বছর পর সুযোগ পেয়ে চলে আসলাম। গ্রামে আসলে আমি সবার আগে পুরো গ্রাম একবার ঘুরে আসি। তারপর আমি ঘরে পা দেই। সব সময়ের অভ্যাস এটা। তাদের না দেখলে আমার ভালো লাগে না আর তারা সব সময় অপেক্ষা করে কবে আমি তাদের কাছে ফিরব। আজকে যে গল্প বলব সেটা হল গ্রামের সৌন্দর্য দেখা আর বাজারে যাওয়া। অনেক সুন্দর এই পরিবেশ। 



Wednesday, October 9, 2019

মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টিউটোরিয়াল #১ বোল্ড ইটালিক আর আন্ডারলাইন কিভাবে করতে হয় শিখে নিন - Microsoft Word 2019 Bangla Tutorial

বোল্ড ইটালিক আর আন্ডারলাইন এই তিনটি শব্দের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। হ্যাঁ আমরা যারা লিখালেখি করি তারা জানি। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ব্যবহার করে থাকি। যারা নতুন তাদের কাছে হয়ত বিষয়টি জানা নেই। তাই আমি আরেকবার জিনিসটি দেখাব। মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯শে ও বোল্ড ইটালিক আর আন্ডারলাইন করা যায়। মুলত হোমে আপনারা এই ফিচারটি পেতে পারেন। আর এটা অনেক সহজ। আপনার লেখাকে মার্ক করে দেখানো যাবে। অনেক কাজে লাগে এই ফিচারটি।
আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট টি এড করে রাখুন। সেখানে আমি আমার সম্পূর্ণ কোর্সের ভিডিও দেব। আর আপনারা শেখান থেকে সহজে আরও শিখতে পারবেন। আর যে কোন সমস্যায় আমাকে জানাবেন। আমি আপনাদের সাহায্য করব।

তো চলুন শুরু করি। ভিডিওতে দেখুন। আশা করি সহজে বুঝতে পারবেনঃ



Tuesday, October 8, 2019

মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ টিউটোরিয়াল কোর্স সিরিজ - Microsoft Word 2019 Bangla Tutorial ( Course Outline Introduce, New Doc, Template, CV Format and lots more)

লিখালিখির জন্য কম্পিউটারে সেই অনেক আগে থেকেই মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যবহার। যুগের পরিবর্তনের সাথে সাথে এই মাইক্রোসফট ওয়ার্ড দেখতে দেখতে এখন ২০১৯শে চলে এসেছে। মনে আছে সেই ২০০৩ বা ২০০৭ এর কথা। এখন এর ব্যবহার খুব কমই দেখা যায়। আর ফিচারগুলিও নতুন ভাবে এসেছে। আগের চেয়ে অনেক উন্নত আর সহজ হয়েছে। এখন আপনি এই ওয়ার্ড ২০১৯ দিয়ে অনেক কাজ করতে পারবেন। নতুন ফিচারের পাশাপাশি আগের মত সবই করতে পারবেন। এবার আসি আমার এই কোর্সের সম্পর্কে। আমি আমার কোর্সে চেষ্টা করব আপনাদের মাইক্রোসফট অফিস এর মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ সম্পর্কে সবকিছু শেখানোর বিগেইনার তো এডভান্স। আপনার ক্যারিয়ার গঠনের জন্য এই লিখালিখির বেসিক জানা অনেক জরুরী। আশা করি আপনি আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে উপকৃত হবেন। কোর্স শেষে আপনাদের কিছু প্রফেশনাল কাজ ও ডাটা এন্ট্রির মত কাজ করানো শেখাবো। তাছাড়া আপনাদের সিভি বানানো, ক্যালেন্ডার বানানো, ছবির কাজ, গানিতিক ইকুয়েশন এগুলির ও কিছু কাজ করে দেখানর চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেলের নাম “Shaharear”. আজ আপনাদের প্রথম ভিডিও এখানে সিম্পল কিছু ধারনা দেব এই মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯ সম্পর্কে যার অনেক কিছু হয়ত আপনি জানেন না। আশা করি অবাক হবেন আপনি। আপনাদের যা কিছু সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবেন।



Wednesday, October 2, 2019

Football Boots Price in Bangladesh - সস্তায় ভালো ফুটবল বুট কিনুন কমদামে - Asia Sports Uttara Dhaka Video 4k

ফুটবলাররা নানা রকম বুট পড়ে খেলা আর ভালো মানের বুট হলে খেলতে অনেক সুবিধা হয়। আপনারা যারা ফুটবল খেলা করেন তারা কেউ খালি পায়ে আবার কেউ বুট পায়ে খেলেন। যাই হোক বুট পায়ে খেলার নিয়ম আগে ছিল না। তবে এই নিয়ম চালু হওয়ার পর থেকেই বুটের প্রচলন শুরু হয়েছে। আপনারা যারা বুট কিনতে চান আমার ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। আমি কিছুদিন আগে উত্তরা গিয়েছিলাম। সেখানে একটি স্পোর্টসের দোকানে কিছু বুট ও জুতার কালেকশন দেখেছিলাম। এগুলি ভালো কোয়ালিটির ছিল আর ব্র্যান্ডের ও কিছু ছিল। প্রায় সব রকম।
কেনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে ভালো বুট চেনা যায়। আপনি বুটটি পড়ে দোকানের ভেতর হালকা হাঁটবেন। খেয়াল রাখবেন সব ঠিকমত হচ্ছে কি না। আর এটাও ভাবতে হবে যে কোন ইনজুরি না হয়। তাই আপনাকে ভালো বুট কিনতে হবে। আমরা যারা নতুন খেলতে যাই তখন আমাদের বড়ভাই বা কোচ এসে আমাদের এগুলি শেখান। আপনারা আপনাদের একাডেমীর ওস্তাদকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।


ফুটবল খেলা অনেক সহজ আর বুট পড়াও খুব সহজ। প্রথমদিকে হয়ত একটু সমস্যা হতে পারে তবে কিছুদিন নিয়মিত করতে আপনিও বুট পায়ে দিতে পারবেন। এতে আপনার পা আঘাট থেকে বাঁচবে আর আপানার শটে আগের থেকে জোর আসবে। ফলে আপনি উন্নতি করতে পারবেন। স্কুল কলেজের টুর্নামেন্ট কিংবা উচ্চপর্যায়ের খেলা যেটাই বলেন না কেন প্রায় সব ধরনের বুট পাবেন এখানে। আপনারা যদি চান আমাকে আরও ভিডিও এর জন্য রিকুয়েস্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আপনার যত ফুটবলার বন্ধুরা আছে সবার সাথে শেয়ার করুন আমার এই ভিডিও।

Tuesday, October 1, 2019

বৃষ্টি, ক্লাস আর আমার ভালো লাগা

এই সপ্তাহ অনেক বৃষ্টি হচ্ছে। বলতে পারেন সারাদিনই বৃষ্টি হয়। আর আমি সারা দিন ঘরে বসে। ক্লাসের সময় যাই ক্যাম্পাসে। তারপর বাসায় আসি আর প্রিয় খাটে শুয়ে শুয়ে নেট চালাই। বৃষ্টি নামলে কেমন যেন আনন্দে ভরে যায় মনটা। আর ঠাণ্ডা পড়লে ক্লান্তি লাগে না। অন্যদিনের মত ক্লাস করেছি গতকাল। সকাল সারে আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটানা। মাঝে একটি ব্রেক ছিল। হালকা নাস্তা করি। তবে দুপুরে ছুটি পাই নি খাওয়ার। একটানা ক্লাস শেষে সবাই যেন খুব ক্লান্ত। আমি বাসায় এসে বসি সেই কম্পিউটারে আর ক্লাসে কিছু কাজ দিয়েছিল সেটা সাবমিট করি। আসলে আমার দারা তেল মারা হয় না। তাই আমি সোজা সাপটা কাজ করি। আর এই জন্য হয়ত আমাকে একটু আলাদা করেই রাখে সবাই। তেমনি দেখলাম আজ। সকালে একটু দেরিতে ঘুম ভাঙ্গে। আম্মু ডেকে ডেকে আমাকে উঠায়। ক্লাস সারে আটটায় আর আমি উঠি ৮.১৫ তে। খুব জলদি উঠে যাই ক্লাসে। দেখি সার একা দাড়িয়ে। কেউ ক্লাসে নাই। পড়ে এক বড় ভাই আমাদের সাথে কোর্স নিয়েছিলেন। তাকে নিয়ে ক্লাসে যাই। বুঝলাম গতকাল সবাই ক্লাসে থেকে থেকে অনেক ক্লান্ত। তাছাড়া সব সেমিস্টারে অন্যদের থেকে ২ সপ্তাহ পড়ে আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়। আগে যেয়েও লাভ নেই। সারগুলিকে তেল মেরে মেরে ঠিক করে নিচ্ছে আর সিজিপিয়েও পাচ্ছে। যাক এসব আর বললাম না। কারন আমি তেল মারতে পারি না আর কেউ জানতে পারলে আমাকে বাঁশ দেবে। তবে একদিন সত্য প্রকাশ হবে এটা বিশ্বাস করি। আজ সকালে ক্লাসে ভালোই লাগছিল। অনেকদিন পর একা। কেউ নেই। সার আমি আর একজন বড়ভাই ক্লাসে। আর মজার বেপার হয় যেহেতু কেউ ছিল না তাই আমাকে অন্যদিনের মত ক্লাসে থাকতে হয় নি। যাই হোক পরের ক্লাস আর হয় নি। ছেলেরা তাদের মোবাইল বন্ধ করে করে রেখেছে সকাল থেকে। ফোনেও পাই নি। বাসায় আসি সারে দশটায় আর বৃষ্টি আবার শুরু হয় সকাল এগারোটা থেকে। আমি যেখানে থাকি এই জায়গাটা গ্রামের মত। ভালো লাগে মুক্ত পরিবেশ। ভালো লাগে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে। তাই খুজেখুজে এমন সুন্দর জায়গা আমি এসেছি। ঢাকার পাশেই আশুলিয়া আর আমি থাকি এখানেই। এখান থেকে যখন খুশি ঢাকা যেতেও পারছি। ভালোই লাগছে। আর এখন যখন লিখতেছি বাইরে বৃষ্টি হচ্ছে। পাশের রাস্তাটা নদী হয়ে গেছে। আর আমি দেখছি জানালা দিয়ে। আশেপাশের মানুষদের একটু সমস্যা হবে হয়ত আজ। তাতে আমার কি। আমি তো আজ বাইরে বের হব না। ভাবছি লেখা শেষে ঘুম দেব লম্বা একটি। বৃষ্টি দেখলে ঘুম আসে। আরও মনে পড়ে পুরানো সময়গুলির কথা। দুপুরে গোছল দিলাম, তারপর খেলাম। এখন বিশ্রাম নেই আর বাজে সারে তিনটা। আরেকটু পর আজান দেবে। এই গ্রামটা খুব খারাপ। আমি প্রায়ই আজানের শব্দ ঘর থেকে পাই না। এদের মাইক অনেক কম আওয়াজ হয়। হয়ত গাছপালা বেশি তাই। আমার আজান খুব ভালো লাগে। আর বেশি দিন এই গ্রামে থাকব না। তারপর যখন চলে যাব ভালো একটি বাসা নেব যেখান থেকে আজান শুনতে পারব সব সময়