বাঙালীর প্রানের খেলা ক্রিকেট কার না ভালো লাগে। আর আমরা ছোট থেকে সবাই ক্রিকেট খেলে বড় হয়েছি। আমাদের সবার হাসি কান্না আনন্দ বেদনা মিশে আছে ক্রিকেটের সাথে। খুব ভালো লাগে যখন আমরা খেলতে পারি। টিভিতে ক্রিকেট খেলা আমরা সব সময় দেখি। প্রিয় দলকে সাপোর্ট করি। এই ক্রিকেট আমাদের দেশের নাম অনেক উচ্চতায় নিয়ে গেছে। ক্রিকেট খেলার জন্য ব্যাট আর বলের দরকার হয়। আজ মুলত সেই সকল বন্ধুদের জন্য লিখছি যারা ক্রিকেট খেলেন। যারা ক্রিকেটার হতে চান। আমি কিছুদিন আগে উত্তরা একটি দোকানে যাই এবং সেখানে ক্রিকেটের অনেক সরঞ্জাম দেখি। মুলত সেগুলির ভেতর থেকে অন্যতম প্রধান যে জিনিস অর্থাৎ ক্রিকেট ব্যাট আপনাদের দেখাব। বাইশ গজের ক্রিকেট পিচে আমাদের একটি ব্যাট দিয়ে রান করতে হয়। আর সেই ব্যাট ভালো হতেই হবে।
ভালো ব্যাট হলে খেলতে সুবিধা হয়। সহজে ছার ছক্কা মারা যায়। আর আমরা কেউই খারাপ ব্যাট দিয়ে খেলতে চাইব না। আর এই জন্য আমাদের ভালো একটি ক্রিকেট ব্যাট বাছাই করা জরুরী। ডিউজ বলে খেলার জন্য আমরা ভালো ব্যাট ইউজ করে থাকি। এছাড়া আমরা অনেকে টেপ টেনিস বলে খেলা করি। এই জন্য আমরা সাধারন ব্যাট ইউজ করে খেলা করি। তো আপনাদের জন্য আমি দুই ধরনের ব্যাট দেখাচ্ছি। বিশেষ করে যারা ক্লাবে খেলেন তারা দেখতে পারেন। ভালো প্লেয়ার হতে হলে দরকার নিয়মিত অনুশীলন আরও দরকার একটি ভালো ব্যাট। তাহলে আপনি ভালো ব্যাটসম্যান হতে পারবেন। তাই আজ আমি আপনাদের সামান্য উপকার করতে চলে আসলাম ক্রিকেট ব্যাটের ভিডিও নিয়ে। আপনাদের জন্য নিচে ভিডিও দিলাম। দেখে নিন আর এটি শেয়ার করুন আপনার সেই সকল বন্ধুদের সাথে যারা ক্রিকেট খেলেন। আপনাদের উপকারে আমার ভিডিও আসতে পারলে নিজেকে ধন্য মনে করব। সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন।
*ঠিকানা*
এশিয়া স্পোর্টস
১৩, আমির কমপ্লেক্স (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০
Phone: 01825-523347
No comments:
Post a Comment