Wednesday, November 20, 2019

ব্যবসা করতে চান? আমার সামান্য ধারনা আপনার জন্য। আশা করি আপনি সফল হবেন।

আসসালামুয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি। আজ জানাব ব্যবসা যারা করতে চান তাদের জন্য আমার কিছু কথা। আমারা জানি আমাদের হাতে অনেক সুযোগ আছে আর অনেক ব্যবসা চারপাশে রয়েছে। তাই আপনি চাইলে আপনিও অনেক ভালো ব্যবসা শুরু করে মাসে অনেক টাকা আয় করতে পারবেন। আপনি চাইলে পারবেন কারন এ জুগে সব সম্ভব। কারন আমরা বর্তমানে ডিজিটাল বিশ্বে আছি আর এখন সবকিছু পাওয়া যায়। কিভাবে শুরু করবেন? শুরু করতে হলে আপনাকে প্রথমে ধারনা নিতে হবে। না হলে লস খাবেন। আপনাকে ব্যবসার ও উদ্যোক্তার কিছু বড় পড়তে পারেন। আর পড়তে ভালো না লাগলে ইউটিউবে যাবেন সারা দিন ভিডিও দেখলে শিখে যাবেন। তারপর খাতা কলম নিয়ে প্লান শুরু করে দিন। আপনি আপনার পছন্দের কাজটি করবেন। তাহলে চলুন একটি টিন নম্বর বানাই। ব্যবসা করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি যে অঞ্চলে ব্যবসা করতে চান সেখানে টিন নম্বর বানিয়ে ফেলবেন। তারপর কাজ শুরু করবেন। প্রথম প্রথম হয়ত কাজ একটু কষ্ট হতে পারে কিন্তু ভালো ফল পাবেন যদি সব ঠিক থাকে। তো কিভাবে সব ঠিক রাখবেন? অবশ্যই আপনার লাগবে ভালো কোয়ালিটি। তারপর আপনার লাগবে ক্রেতা। এটা খুজতে প্রথমদিকে আপনার অনেক কষ্ট হতে পারে। পারন সবাই আপনাকে চেনে না। অনেকে চিনলেও আপনার পণ্য সম্পর্কে তাদের ধারনা নেই ব্ললেই চলে তাই কিনবে না। তাই আপনাকে একটু কষ্ট করতে হবে। এর জন্য আপনার দরকার প্রচার। প্রচারেই হবে প্রসার। বেশি বেশি প্রচার করার জযন আপনি অনেক টেকনিক ব্যবহার করতে পারেন। আর প্রথমদিকে একটু খরচ করতে হবে। যেমন দোকানের বড় একটি সাইনবোর্ড লাগালেন। তারপর অনলাইনে যেমন ফেসবুকে প্রচার করলেন। তাছাড়া এলাকায় মাইকিং করতে পারেন ইত্যাদি। এতে আপনার অনেক প্রচার হবে। ধরুন রাস্তা দিয়ে প্রতিদিন ১০০ জন লোক যায়। তাহলে মাসে ৩০০০ জন আর বছরে ৩৬৫০০ জন আপনার সাইনবোর্ড দেখবে। আর আপনার দোকান যদি আরও ভালো মানে লকাল্যে হয় তাহলে দেখবেন আপনার সাইনবোর্ড বছরে লাখের উপরে মানুষ দেখতে পাবে। জিনিসটা ভালো না?
এবার আসি যাদের টাকা নেই তারা কিভাবে ব্যবসা করবেন? ব্যবসা করতে টাকা লাগে এমন কথা নেই। আপনার যদি শূন্য থাকা থাকে তখনও আপনি ব্যবসা করতে পারেন। তখন কিভাবে শুরু করবেন? এটা অনেক সহজ। আপনাকে ডিল করতে হবে ব্যবসায়ীদের সাথে। তাদের অনেকে পণ্য আগে দিয়ে বিক্রির পর টাকা নেবে। ফলে লাভ করার পড় আপনি পরিশোধ করতে পারবেন। আপনি চাইলে অন্যের পণ্য বিক্রি করে কমিশন নিতে পারেন। এটা অনেকে করে থাকেন। যতক্ষণ নিজের একটু ভালো সঞ্চয় না হবে ততদিন এই কাজ আপনি করতে পারবেন। এবাভে আপনার প্রথম ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আপনার কাজে লাগবে আমার কথা গুলি। ভুলত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।

No comments:

Post a Comment