ছোটবেলা থেকে আমরা বাংলা বলছি, ভাত খাচ্ছি আর এই দেশের আবহাওয়াতে বড় হচ্ছি। একবার ভাবুন তো এখন যদি আপনাকে অন্য কোন দেশে নিয়ে যাওয়া হয় তাহলে আপনি অসুস্থ হবেন, কথা বলতে পারবেন না আর খেতে পারবেন না। কি ঠিক তো?
এবার বলি আমাদের দেশে ছোট ছোট শিশুদের আমরা যদি ঠিক মত সেখাতে না পারি তাহলে তারা বড় হয়ে অপরাধ করবে। আমাদের যেমন বাংলা বলতে ভালো লাগে। আর অন্য ভাষা শিখলেও বাংলার মত পাই না। একজন মানুষের অভ্যাসও ঠিক এমনি। আর সহজে অন্য অভ্যাসে যাওয়া যায় না। আপনি জম্নের পর থেকে যে কাজটি বেশি করে আসছেন সেটি আপনার জন্য বেস্ট। যেমন ভাত খাই সারা জীবন আর বাংলা বলি সারা জীবন।
এবার আসুন আমরা কেন অপরাধ করি? এর জন্য কি