Wednesday, May 27, 2020

গল্পঃ বৃষ্টি কুমার (কাল্পনিক) | লিখা: হুমায়রা নাজনীন অর্পা

ইশ্! বৃষ্টি আসলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা। আমার প্রেম ভালবাসা যেন এই প্রকৃতির বৃষ্টি। বৃষ্টির আগমনী বার্তা টের পেলে আমার মাথা ঠিক থাকেনা। আমি পাগল হয়ে যাই। আমার ঠান্ডা লাগার প্রব্লেম থাকলেও মাতাল হয়ে যাই আমি। আসুক জর আসুক I don't care!!!!!
দাড়াও তোমার কেয়ার করা দেখছি! বলেই শরীফ ছুটল আম্মুর কাছে।
ধুর! এই পাজির হাড্ডিটার জন্য ভেজাও যায়না। ওহ বলতেই ভুলে গেছি। শরীফ আমার ছোট ভাই। ওরফে মায়ের চামচা কিছু একটা হলেই আমার নামে মায়ের কাছে বলে দিবে। ছুড়া বড়ই বদ। আব্বু সব সময় আমার পক্ষেই নেন। আম্মু বেশি বেশিই বকে।

Tuesday, February 11, 2020

একটু পড়ুন। হয়ত আপনি বদলে যাবেন। জীবনে সফলতা পেতে কি অনেক বাধা?

আমাদের সবার জীবনেই কিছু স্বপ্ন থাকে। জীবনের লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন। বর্তমানের যুগে সবাই প্রতিযোগিতায় লিপ্ত। আমাদের সবার সামনে যেমন অনেক সুযোগ ো দরজা আছে তেমনি প্রতি পদে পদে আছে অনেক বাধা। এই সকল বাধা পেরিয়ে আমাদের লক্ষ্যে পৌছাতেই হবে। আমাদের বর্তমান যুগে সময় নষ্ট করা অনেক সস্তা হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল আমাদের সময় নষ্টে ব্যাপক ভুমিকা পালন করছে। একটু ভেবে দেখুন তো আজ সারা দিন কিভাবে সময় নষ্ট করলেন? আমি জানি আজ আমি নিজেও অনেক সময় নষ্ট করেছি। আগে আমরা আড্ডা দিতে যেতাম বন্ধুদের কাছে। এখন রাতে ঘুমের ঘরেও ফেসবুক ইউজ করি। কি মজা তাই না। বন্ধুদের সাথে আড্ডা এখন অনেক সহজ আর ইজি। ফলে আমরা আমাদের উন্নয়ন থেকে অনেক পিছিয়ে পড়ছি।

Saturday, February 8, 2020

ট্রামে একদিন কলকাতা শহরে আমার প্রথম অভিজ্ঞতা

কলকাতা গেলাম আর ট্রামে চরব না সেটা কি হয়। আমাদের হোটেলের সামনে দিয়েই সব সময় চলছে ট্রাম। আর সেদিন আমি প্রথম ট্রামে চড়ি। এই ছবিটা ট্রামের ভেতর থেকে তোলা।


জাতীয় স্মৃতিসৌধে প্রথমদিন ভাইয়াদের সাথে স্মৃতির পাতা থেকে মনে পড়ে

ভাইয়া মনে আছে সেই দিনের কথা যখন প্রথম আমি জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাই। আমি তুমি আর তুমি আমরা তিনজন। খুব ভালো লেগেছিল। জানি না আর এভাবে আর একসাথে আমার পাশে তোমাদের দুইজনকে পাব কি না। আগের দিনগুলি কত সুন্দর ছিল।



এই ছবির লাল জামার ছেলেটি আমি কাজী শামিম শাহরিয়ার ইসলাম। মাঝখানে রয়েছেন তনময় ভাইয়া আর বাকি যে একজন ওই পাশে তিনি আমাদের সবার প্রিয় পরাগ ভাইয়া। এই ছবিতে আমিই সবার ছোট। তারা আমাকে অনেক ভালবাসে আর আমি আগে ছোটবেলা অনেক পাগলামি করতাম।