আমাদের সবার জীবনেই কিছু স্বপ্ন থাকে। জীবনের লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন। বর্তমানের যুগে সবাই প্রতিযোগিতায় লিপ্ত। আমাদের সবার সামনে যেমন অনেক সুযোগ ো দরজা আছে তেমনি প্রতি পদে পদে আছে অনেক বাধা। এই সকল বাধা পেরিয়ে আমাদের লক্ষ্যে পৌছাতেই হবে। আমাদের বর্তমান যুগে সময় নষ্ট করা অনেক সস্তা হয়ে গেছে। আর সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল আমাদের সময় নষ্টে ব্যাপক ভুমিকা পালন করছে। একটু ভেবে দেখুন তো আজ সারা দিন কিভাবে সময় নষ্ট করলেন? আমি জানি আজ আমি নিজেও অনেক সময় নষ্ট করেছি। আগে আমরা আড্ডা দিতে যেতাম বন্ধুদের কাছে। এখন রাতে ঘুমের ঘরেও ফেসবুক ইউজ করি। কি মজা তাই না। বন্ধুদের সাথে আড্ডা এখন অনেক সহজ আর ইজি। ফলে আমরা আমাদের উন্নয়ন থেকে অনেক পিছিয়ে পড়ছি।
Tuesday, February 11, 2020
Saturday, February 8, 2020
জাতীয় স্মৃতিসৌধে প্রথমদিন ভাইয়াদের সাথে স্মৃতির পাতা থেকে মনে পড়ে
ভাইয়া মনে আছে সেই দিনের কথা যখন প্রথম আমি জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাই। আমি তুমি আর তুমি আমরা তিনজন। খুব ভালো লেগেছিল। জানি না আর এভাবে আর একসাথে আমার পাশে তোমাদের দুইজনকে পাব কি না। আগের দিনগুলি কত সুন্দর ছিল।
এই ছবির লাল জামার ছেলেটি আমি কাজী শামিম শাহরিয়ার ইসলাম। মাঝখানে রয়েছেন তনময় ভাইয়া আর বাকি যে একজন ওই পাশে তিনি আমাদের সবার প্রিয় পরাগ ভাইয়া। এই ছবিতে আমিই সবার ছোট। তারা আমাকে অনেক ভালবাসে আর আমি আগে ছোটবেলা অনেক পাগলামি করতাম।
Subscribe to:
Posts (Atom)