Sunday, June 9, 2019

রাতে জনি ভাইয়ার বিছানা ভিজিয়ে দিল নাদিয়া আপু

প্রেমিক রোম্যান্টিক আর সুন্দর পুরুষ আমাদের জনি ভাই। নাদিয়া আপু রাতে দুষ্টুমি করল আর ফল ভোগ করল জনি ভাইয়া। আজ বলব তেমনি আরেকটি গল্প। আপনারা জনেন জনি ভাই আজ ২ দিন হল আমাদের গ্রামে আছে। গ্রামে থাকতে যা কষ্ট হয় তার ভেতর মাঝে মাঝে সুখের ছোঁয়া মেলে।

Thursday, June 6, 2019

জনি ভাই যখন মেয়েদের দিকে তাকায়, কেউ একটা বিড়ি দে

জনি ভাইয়া নিয়মিত জিম করে আর ফিগার অনেক সুন্দর। তাই তাকে দেখলে যেকোনো মেয়ে ক্রাশ খেতেই পারে। মেয়েরা যেন খুব শজেই জনি ভাইয়ার কাছে আকর্ষণ অনুভব করে। আজ আপনাদের শোনাব জনি ভাইয়া ও মেয়েদের নিয়ে মজার মজার কিছু গল্প। আপনারা পড়তে পড়তে আবার জনি ভাইয়ার জন্য পাগল হয়ে যাইয়েন না। যাই হোক শুরু করছি।

নাদিয়া আপুর প্রতিশোধ, জনি ভাই বিপদে কাপড়হীন অবস্থায় বাথরুমে

সকালে শাপলা আর ঝড়ের নৌকা ভ্রমণের পর আমরা বাসায় ফিরি ৮টার সময়। এসে আমরা ব্রেকফাস্ট করি। জনি ভাইয়া আর নাদিয়া আপু দুইজনেরই ভালো লেগেছে আমাদের গ্রাম। তবে তাদের একটি সমস্যা। সেটি হল কারেন্ট থাকে না। তাদের মোবাইল আর ল্যাপটপের চার্জ অলরেডি কমে এসেছে। সেটা কোন সমস্যা না। জনি ভাইয়া জেনে বুঝেই একটি সোলার প্যানেল আর ব্যাটারি নিয়ে এসেছে। এতে চার্জ দেওয়া যায়। তারা একটি ব্যাটারি চার্জ দেয় ও অপরটি ব্যবহার করে। এখন আমরা আম পেড়ে খাব। গ্রামের একটি ছেলে খুব ভালো গাছে উঠতে পারে। তাকে ভাড়া করলাম। সে আম পাড়তে থাকে। আমি, আপু আর ভাইয়া গাছের নিচে দাড়িয়ে দেখতে থাকি। অনেক গুলা আমগাছ। ২টি গাছ থেকে প্রায় ভালো মানের আম পাওয়া গেল। সারা দিন খেলেও শেষ করা যাবে না।

Tuesday, June 4, 2019

জনি ভাইয়া আর নাদিয়া আপুর সাথে নৌকা ভ্রমণ, "কি মিয়া সাঁতার জানো?"

জনি ভাইয়া আর নাদিয়া আপুর সাথে পরের দিন আমরা নৌকা ভ্রমণের সিদ্ধান্ত নেই। আমরা যাব পাশের নদীতে। আর সেখান থেকে নৌকায় চড়ে নদীর পাশ দিয়ে আমরা পাশের বিলে যাব। সেখানে শাপলা তুলব আর অনেক মজা করব। এটাই প্লান আমাদের। আপু আর ভাইয়া আসবে জেনে আগে থেকেই আমি নৌকা ঠিক করে রেখেছিলাম। মোটামুটি ভালো নৌকা। ইঞ্জিন নেই। বৈঠা দিয়ে চালাতে হয়। মাঝি মোটামুটি দক্ষ চালক। আমাদের গ্রামের আজকের এই ভ্রমণের কাহিনি জনি ভাইয়া আর আমাদের প্রিয় নাদিয়া আপুর অনেকদিন মনে থাকবে। আমরা খুব সকালে যাই নৌকাতে চড়তে।

জনি ভাই আর নাদিয়া আপু আমাদের গ্রামে বেড়াতে এসেছেন, প্রথম দিনে মাছ চোর ধরলেন ভাই

শহর থেকে একদিন জনি ভাই আর তার প্রেমিকা নাদিয়া দিদি আমাদের গ্রামে আসলো। আমাদের ছোট্ট গ্রাম। আর শহরের মত ভালো ব্যবস্থা নেই। তারা বাস থেকে নেমে আমাকে ফোন করে। আমি তাদের গ্রাম্য ভ্যানে করে নিয়ে আসি। যাই হোক ভ্যানের চাকা উচু নিচু রাস্তায় ঝাঁকি খায় আর নাদিয়া আপু ভয়ে চিল্লায়। জদিও যদি ভাই কম ভয় পেয়েছে। গ্রাম্য রাস্তায় এই প্রথম তারা এসেছে। অনেক নতুন অভিজ্ঞতা পেতে। অনেক রোম্যান্টিক তারা দুজন। এবার গরমের ছুটিতে এসেছে আমাদের গ্রামে ঘুরে দেখতে।


Monday, June 3, 2019

৫০ টি গোপন টিপস ইউটিউবে সফল হওয়ার জন্য, মিস করবেন না কিন্তু

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? অনেকে আমাকে অনেক কথা বলে। "ভাইয়া আমি ভিউ পাই না", "ভাইয়া আমার ভিডিও রেঙ্ক করছে না", "ভাইয়া আমি আয় করতে পারব তো?", "ভাইয়া আমার তো ভালো ক্যামেরা নেই" ইত্যাদি। তাই আমি আমার সকল প্রিয় মানুষদের জন্য অনেক খুজে খুজে নিয়ে এসেছি ৫০ টি টিপস যা এই প্রথম শুধু আমিই দিচ্ছি। আগে কেউ এক সাথে এতগুলি টিপস দেয় নি ইউটিউবারদের। যেহেতু আমি নিজে একজন ভিডিও বানাই ইউটিউবে তাই আমার নিজের অভিজ্ঞতা থেকে এই টিপস গুলি বের করি। বলতে পারেন অনেক দিন লেগেছে এগুলি বের করতে। আপনারা যদি ঠিকমত ফলো করেন তাহলে আমি লিখে দিচ্ছি আপনিও একজন ভালো ইউটিউবার হতে পারবেন।