Saturday, November 23, 2019

ফেসবুকে স্ট্যাটাস দিলে কি পেঁয়াজের দাম কমবে?

পেয়াজের দাম কমেছে একটু। তার দাম এখনো ভালোই আছে। পেঁয়াজ আমদানির পর দাম কমার কথা ছিল কিন্তু আমাদের দেশের একটি নিয়ম আছে। এখানে দাম কমে না আরও বাড়ে। যাই হোক পেয়াজের দাম কিছুদিন আগে ছিল আকাশ সমান। এটা যেন শুধু বড়লোকদের খাবার হয়ে গিয়েছিল। পেয়াজের সমস্যা হয়েছে আমাদের সেই সেপ্টেম্বর মাসে। আর সরকার বিদেশ থেকে আমদানি করেছে এই নভেম্বর মাসে। একটি প্রশ্ন রেখে গেলাম। কেন এত দেরি করলেন? আমাদের অনেক কষ্ট পেতে হয়েছে দাম বাড়ার কারনে। তাছাড়া আমাদের দেশের কিছু খারাপ ব্যবসায়ীরা পেঁয়াজ জমিয়ে রেখেছিল যাতে দেশে শঙ্কট সৃষ্টি হবে আর বেশি দামে বিক্রি করা যাবে। পেঁয়াজ নিয়ে আমাদের কম কষ্ট করতে হয় নি। আমার জীবনে পেয়াজের প্রভাব জানাচ্ছি এখন। 

আমার শীতের প্রস্তুতি ২০১৯ ও কিভাবে সুস্থ থাকব?

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? তো শীত তো পড়েই গেল। এই শীতে আমি কি করছি সেটা জানাব আজ। শীতের সমস্যা কি জানেন? সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আমাদের। দিন আমরা দেরি করে শুরু করি। তেমনটি চলছে। আগে উঠতাম সকাল ১০ টায় আর এখন ১১টা বেজে যায়। আর দেরি করে উঠার পড় আমার নিজের বারোটা বেজে যায়। আজ সকালে উঠে খুব জলদি খেয়ে নিলাম। তাছাড়া আশুলিয়া অনেক সুন্দর জায়গা। অনলাইনে আবহাওয়া দেখে যা বুঝলাম তা হল এখানে শীত পড়তে এখনো সময় লাগবে। আমাদের অঞ্চল যেমন খুলনার দিকে শীত অলরেডি পড়ে গেছে। আমাদের বাসায় একটু কম। আমি প্রায় এক মাস আগেই লেপ বের করেছি। ফ্যান লাগিয়ে লেপের ভেতর ঢুকে যেতে অনেক মজা লাগে। তবে পরেরদিন সকালে উঠলে শরীরের ব্যামো বারে। যাই হোক দিন কাটছে আর কি। কিছুদিন আগে পরীক্ষা শেষ হল ভার্সিটির। মিড ছিল। ক্লাস এই সপ্তাহে না করে অনেকে বাড়ি চলে যায়। তাই পরের সপ্তাহ পর্যন্ত একটু রিলাক্স হচ্ছে। আর শীত যেন একটু বেশি লাগছে আমার। প্রতিদিন আমার প্রিয় কম্পিউটারের সাথে কাটে। ভালো লাগে রোঁদে যেতে আর সন্ধ্যার পড় বের হতে আরও ভালো লাগে। ঠাণ্ডা বাতাস মাঝে মাঝে ভালোই লাগে। তবে শীত করে আর কি। শীতের একটি বিষয় হচ্ছে গোছল। ইচ্ছে করে না করতে। তারপরও করি। তবে গরম নয়, ঠাণ্ডা পানিতেই। আসলে এক সময় আমি অ্যাথলেট ছিলাম। আমার ক্যারিয়ার ঢাকা এসে নষ্ট হয়। ভার্সিটি শেষ হলে আবার শুরু করব ইনশাআল্লাহ। সেই থেকে অভ্যাস আমি নিয়মিত গোছল করি ঠাণ্ডা পানিতে। তাছাড়া আরও ভালো লাগে ফ্যান চালাতে গোছলের পর। বর্তমানে অবশ্য এটি করা হয় না আমার।

ধলাইতলা গ্রামের শীতের কুয়াশার ছবি

শপিং করুন ভালো কোয়ালিটির স্যান্ডেল ও জুতা উত্তরা থেকে কিনতে পারবেন। দেখুন ভিডিও ভ্লগ শীতের Winter Shopping Vlog Bangla Slipper Shoes Shop Uttara

আসসালামুয়ালাইকুম কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল বৃহস্পতিবার আমি উত্ত্ররা যাই এবং সেখানে একটি ভ্লগ ভিডিও করি। মুলত সেটি একটি জুতার দোকান ছিল। শতরূপা সুজ নাম। যাই হোক তাদের পারমিশন পেয়ে যাই আর শুরু করি ভিডিও। ৩টি ভিডিও করি। তা হল ছেলে ও মেয়েদের স্যান্ডেল এবং জুতার ভিডিও। তাছাড়া বাচ্চাদের কালেকশনও আছে। যাও হোক আমি সেগুলি দেখাব। আজ প্রথম পণ্য অর্থাৎ ছেলেদের স্যান্ডেলের ভিডিও দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। কেমন লাগল জানাবেন আর আপনারা সেই দোকানে যেয়ে ঘুরে আসবেন অবশ্যই। ভিডিও দেখতে একদম নিচে চলে যান। আর একটু কষ্ট করে গল্প পড়তে পারেন আমার।



Wednesday, November 20, 2019

ব্যবসা করতে চান? আমার সামান্য ধারনা আপনার জন্য। আশা করি আপনি সফল হবেন।

আসসালামুয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে শুরু করছি। আজ জানাব ব্যবসা যারা করতে চান তাদের জন্য আমার কিছু কথা। আমারা জানি আমাদের হাতে অনেক সুযোগ আছে আর অনেক ব্যবসা চারপাশে রয়েছে। তাই আপনি চাইলে আপনিও অনেক ভালো ব্যবসা শুরু করে মাসে অনেক টাকা আয় করতে পারবেন। আপনি চাইলে পারবেন কারন এ জুগে সব সম্ভব। কারন আমরা বর্তমানে ডিজিটাল বিশ্বে আছি আর এখন সবকিছু পাওয়া যায়। কিভাবে শুরু করবেন? শুরু করতে হলে আপনাকে প্রথমে ধারনা নিতে হবে। না হলে লস খাবেন। আপনাকে ব্যবসার ও উদ্যোক্তার কিছু বড় পড়তে পারেন। আর পড়তে ভালো না লাগলে ইউটিউবে যাবেন সারা দিন ভিডিও দেখলে শিখে যাবেন। তারপর খাতা কলম নিয়ে প্লান শুরু করে দিন। আপনি আপনার পছন্দের কাজটি করবেন। তাহলে চলুন একটি টিন নম্বর বানাই। ব্যবসা করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি যে অঞ্চলে ব্যবসা করতে চান সেখানে টিন নম্বর বানিয়ে ফেলবেন। তারপর কাজ শুরু করবেন। প্রথম প্রথম হয়ত কাজ একটু কষ্ট হতে পারে কিন্তু ভালো ফল পাবেন যদি সব ঠিক থাকে। তো কিভাবে সব ঠিক রাখবেন? অবশ্যই আপনার লাগবে ভালো কোয়ালিটি। তারপর আপনার লাগবে ক্রেতা। এটা খুজতে প্রথমদিকে আপনার অনেক কষ্ট হতে পারে। পারন সবাই আপনাকে চেনে না। অনেকে চিনলেও আপনার পণ্য সম্পর্কে তাদের ধারনা নেই ব্ললেই চলে তাই কিনবে না। তাই আপনাকে একটু কষ্ট করতে হবে। এর জন্য আপনার দরকার প্রচার। প্রচারেই হবে প্রসার। বেশি বেশি প্রচার করার জযন আপনি অনেক টেকনিক ব্যবহার করতে পারেন। আর প্রথমদিকে একটু খরচ করতে হবে। যেমন দোকানের বড় একটি সাইনবোর্ড লাগালেন। তারপর অনলাইনে যেমন ফেসবুকে প্রচার করলেন। তাছাড়া এলাকায় মাইকিং করতে পারেন ইত্যাদি। এতে আপনার অনেক প্রচার হবে। ধরুন রাস্তা দিয়ে প্রতিদিন ১০০ জন লোক যায়। তাহলে মাসে ৩০০০ জন আর বছরে ৩৬৫০০ জন আপনার সাইনবোর্ড দেখবে। আর আপনার দোকান যদি আরও ভালো মানে লকাল্যে হয় তাহলে দেখবেন আপনার সাইনবোর্ড বছরে লাখের উপরে মানুষ দেখতে পাবে। জিনিসটা ভালো না?
এবার আসি যাদের টাকা নেই তারা কিভাবে ব্যবসা করবেন? ব্যবসা করতে টাকা লাগে এমন কথা নেই। আপনার যদি শূন্য থাকা থাকে তখনও আপনি ব্যবসা করতে পারেন। তখন কিভাবে শুরু করবেন? এটা অনেক সহজ। আপনাকে ডিল করতে হবে ব্যবসায়ীদের সাথে। তাদের অনেকে পণ্য আগে দিয়ে বিক্রির পর টাকা নেবে। ফলে লাভ করার পড় আপনি পরিশোধ করতে পারবেন। আপনি চাইলে অন্যের পণ্য বিক্রি করে কমিশন নিতে পারেন। এটা অনেকে করে থাকেন। যতক্ষণ নিজের একটু ভালো সঞ্চয় না হবে ততদিন এই কাজ আপনি করতে পারবেন। এবাভে আপনার প্রথম ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আপনার কাজে লাগবে আমার কথা গুলি। ভুলত্রুটি ক্ষমা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।

Sunday, November 3, 2019

ক্রিকেট ব্যাটের দাম জেনে নিন প্র্যাকটিস/টেনিস ব্যাট সস্তায় কিনুন উত্তরা স্পোর্টসের দোকান থেকে



বাঙালীর প্রানের খেলা ক্রিকেট কার না ভালো লাগে। আর আমরা ছোট থেকে সবাই ক্রিকেট খেলে বড় হয়েছি। আমাদের সবার হাসি কান্না আনন্দ বেদনা মিশে আছে ক্রিকেটের সাথে। খুব ভালো লাগে যখন আমরা খেলতে পারি। টিভিতে ক্রিকেট খেলা আমরা সব সময় দেখি। প্রিয় দলকে সাপোর্ট করি। এই ক্রিকেট আমাদের দেশের নাম অনেক উচ্চতায় নিয়ে গেছে। ক্রিকেট খেলার জন্য ব্যাট আর বলের দরকার হয়। আজ মুলত সেই সকল বন্ধুদের জন্য লিখছি যারা ক্রিকেট খেলেন। যারা ক্রিকেটার হতে চান। আমি কিছুদিন আগে উত্তরা একটি দোকানে যাই এবং সেখানে ক্রিকেটের অনেক সরঞ্জাম দেখি। মুলত সেগুলির ভেতর থেকে অন্যতম প্রধান যে জিনিস অর্থাৎ ক্রিকেট ব্যাট আপনাদের দেখাব। বাইশ গজের ক্রিকেট পিচে আমাদের একটি ব্যাট দিয়ে রান করতে হয়। আর সেই ব্যাট ভালো হতেই হবে।