Tuesday, May 14, 2019

এখনো বৃষ্টি এলো না, অপেক্ষায় রয়েছি

আসসালামুয়ালাইকুম সবাইকে রমাজানের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমিও আছি ভালোই। শুনেছি আজ নাকি বৃষ্টি আসার কথা ছিল। বৃষ্টি আসে নাই। তাই কষ্টটা কমলো না বরং বাড়ল। অনেক অপেক্ষায় ছিলাম বৃষ্টির জন্য। ভেবেছিলাম তার স্পর্শ পেয়ে আজ আমার কষ্ট দূর হবে। ভালবাসি আমি বৃষ্টিকে। ভালো লাগে তার ডাক শুনতে। সে যখন আসে, পৃথিবী হাসে। চারপাশে শব্দগুলি খুব ভালো লাগে। জানেন কত দিন বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলাম। থাক শুনে কি লাভ সে তো আর আসলো না। অপেক্ষায় থাকলাম। দেখি মাঝ রাতে যদি তাকে পাই। হয়ত দিনে আসলে সমস্যা হবে তাই রাতে আসা বেছে নিতে পারে। আমি তো সব সময় বৃষ্টিকে খুঁজেছিলাম। সব সময় খোঁজ খবর নিয়েছিলাম। গতকাল অপেক্ষা করেছিলাম, আজ সারাদিনও অপেক্ষায় ছিলাম। কিন্তু সে আমার অপেক্ষার মূল্য বুঝল না। আসলো না সে।


ঘূর্ণিঝড় ফণীর সময় সবাই যেখানে ঝড়ের জন্য অপেক্ষা করেছিল, সেখানে আমিও একটু সুখ খুঁজেছিলাম। বৃষ্টি আসার কথা শুনতে পাই ৩ দিন আগে। গতকাল কিংবা আজ আসার কথা ছিল। কিন্তু এখনো আসলো না। আমাদের আবহাওয়া অফিস থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়ে বলেছিল আজ আসবে বৃষ্টি। ঝরবে আজ আকাশ থেকে, কমবে গরম। রমাজানে গরমের কষ্ট আমরা খুব পাচ্ছি। তার উপর মাঝে মাঝে কারেন্ট গেলে বেশি কষ্ট লাগে। জানি না এই রমাজানে কেন কারেন্ট থাকে না। আবার শুনেছি রেকর্ড উৎপাদন হয়েছে কারেন্টের। যাই হোক এই টপিক নিয়ে আরেকদিন লিখব। এখন আছি বৃষ্টিকে নিয়ে। সরি এখন নেই আসার কথা ছিল। অপেক্ষা করতাম না যদি না আবহাওয়ার পূর্বাভাস পেতাম। এখনো হয় নি। তবে একটি জিনিস ভালোই লাগছে। সেটি হল বাইরে অনেক ঠাণ্ডা বাতাস। গরমটি একটু কমেছে। আজ বৃষ্টি বিকালে বা দিনে কখনো হলে আমি অবশ্যই ভিজতাম। কারন ভালো লাগে বৃষ্টি। কেউ আবার রোজার সময় বৃষ্টির পানিতে ভেজার সময় হা করে থাকবেন না। এতে কিন্তু পানি খাওয়া হয়ে যেতে পারে। আজা আমাদের বাসার তাপমাত্রা কত জানেন? ৩৬ ডিগ্রি সেলসিয়াস। খুব ভালো স্কোর তাই না। দেখুন ফারেন হাইটে হিসাব করলে ঠিকি সেঞ্চুরি করেছে। না হিসাব করে দেখলাম করে নি। ৯৭ ডিগ্রি আছে। আমাদের বাসা আগে অনেক গরম ছিল। বর্তমানে ২য় তলা বানিয়েছে বাড়িওয়ালী। ফলে আমাদের নিচের তলা একটু কম গরম। তবে একেবারে কম নয়। প্রায় ১-২ ডিগ্রি আগের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক বর্তমানে গরমের সময় অপেক্ষার আরেকনাম বৃষ্টি। শুধু আমি নই, সারা বাঙ্গালার মানুষ আজ বৃষ্টিকে চায়। তারা শান্তি চায়। তাদের এই গরমে ভালো থাকার মাধ্যম হতে পারে এটি। আমি জানি না আমাদের আবহাওয়া কেন মাঝে মাঝে সমস্যা করে। যেমন ফণীর সময় তাদের সাইট ডাউন ছিল। আর আমাদের স্যাটেলাইটে আমাদের পূর্বাভাস দেওয়া হয় হয়ত। এই একটি স্যাটেলাইট নাকি ফণী থেকে আমাদের বাঁচিয়েছে। অথচ ভারতের এত্তগুলি স্যাটেলাইট তাদের বাচাতে পারে নি। যাই হোক অপেক্ষা করতে থাকো বৃষ্টি আসলেও আসতে পারে।
সবাইকে বৃষ্টিহীন গরমের শুভেচ্ছা।

No comments:

Post a Comment