Saturday, May 11, 2019

সিগারেটের দাম বাড়াতে বিয়েতে যৌতুক হিসেবে সিগারেট চাইলেন শাহরিয়ার। কাজীর মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে দৌর দিলেন

হথাৎ বাড়ল সিগারেটের মূল্য, সবার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। অনেকে তো টাকার অভাবে কেনাই বন্ধ করে দেছে। কিন্তু আমাদের শাহরিয়ার নতুন ফন্দি আঁটল। সে এমন কাউকে বিয়ে করতে চায় যেখানে যৌতুক হিসেবে সিগারেট দেবে। তারমত সিগারেট আমাদের এলাকায় আর ২য়টি নেই। ইতিমধ্যে অনেক মেয়ের বাবা তার সিগারেটত্ব দেখে অনেক খুশি আর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য লাইন দিয়েছে। তবে মেয়েরা রাজি না তার সাথে সংসার করতে। এমন মানুষ সারাদিন সিগারেট খেলে কি করে চলবে। এলাকার কাজী যখন বিয়ে পড়ানোর সময় একটি বেনসন মুখে ধরিয়েছিলেন সাথে সাথে আমাদের শাহরিয়ার কেড়ে নিয়ে দৌর দিয়ে পালালো বিয়ের মঞ্চ থেকে। এক ঘণ্টা পরে সিগারেট শেষ করে অর্ধেক সিগারেট হাতে করে এনে আবার বিয়ের পিড়িতে বসল।


তার কাছে জিজ্ঞাসা করলে সে বলে "এখন অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক রাতে খাব।"
এমনটির কারন জানতে চাইলে সে সিগারেটের মূল্য বৃদ্ধিকে দায়ি করে। এদিকে তার সিগারেট চুরি দেখে মেয়ের বিয়ে পড়াতে আপত্তি জানিয়েছে ওই কাজী। সে তখন মামলা করতে চায়। কিন্তু দেখা গেল পুলিশ তার মামলার কথা শুনে ঘুষ হিসেবে এক প্যাকেট সিগারেট দাবি করে। ফলে আর মামলা করা হল না কাজীর। ফিরে এসে সেই বিয়ে করাতেই বসে গেল। এদিকে মেয়ের বাবা ঘরের সব কিছু বেঁচেও একটি সিগারেটের মূল্য তুলতে পারে নি। বিয়ে ভেঙ্গে যায় যায় অবস্থা। তিনি এসে জামাইয়ের হাতে পায়ে ধরলেন কিন্তু কাজ হল না। পরে পাশের বাড়ির আবুলের কাছ থেকে উচ্চমূল্যে সুদে আবুল বিড়ি এনে জামাইয়ের কাছে দিল। না তাতেও কাজ হল না। জামায়ের আবুল বিড়ি পছন্দ নয়। সে চায় বেনসন। কি আর করার নিরুপায় হয়ে মেয়ের বাবা চলে গেলেন আবুলের ভাইয়ের কাছে। সেখান থেকে গলা ধাক্কা খেয়ে পথে পথে ঘুরছিলেন। অবশেষে তিনি গেলেন একটি মুদি খানায়। সেখানে তিনি দেখলেন বেনসন। কিন্তু কিনবেন কি করে, ২ জন করা পাহারা দিচ্ছে। দাম অনেক। তিনি ওই বেনসন পাওয়ার জন্য ফন্দি আঁটলেন। গেলেন দোকানের ভেতর। তারপর বেনসনের আসে পাশে ঘুরতে থাকলেন। কিন্তু কাজ হল না। ওদিকে হথাৎ দোকানে আগুন লাগল। সবাই বাচার জন্য দৌর শুরু করল। এই সুযোগে বেনসন নিয়ে চলে গেলেন উপরের ফ্লোরে। নিচে আগুন নামা যাচ্ছে না। এখন সেনাবাহিনি হেলিকাপ্তার প্রেরন করল। তিনি বাচার জন্য দড়ি ধরলেন। কিন্তু না তার হাতে বিড়ি দেখে পাইলট বিড়ি চাইল। কি আর করার বাচার জন্য বিড়ি তাকে দিয়ে দিল। তারপর বাড়ি ফিরে আসল কাদতে কাদতে। এসে দেখে বিয়ে হয়ে গেছে। কিন্তু কিভাবে। তিনি অবাক হলেন। যৌতুকের সিগারেট ছারাই বিয়ে কিভাবে হয়ে গেল। এই প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগল। ওদিকে আগুনের মার্কেট থেকে বিড়ি হেলিকাপ্তারে করে নেওয়ার সময় নাকি তার বাসায় উপরে একটি পড়ে যায়। ফলে সেটি তার জামাই শাহরিয়ার খুটে নেয়। তখন চারদিকে কবুল কবুল শব্দ শুরু হয়। ব্যাস সিগারেট টানতে টানতে বউ নিয়ে চলে যায় শাহরিয়ার

No comments:

Post a Comment