Wednesday, May 15, 2019

তরমুজ - ফলের চেয়েও বেশি কিছু, সব সময় কাজে লাগে

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি ফল হিসেবে বর্তমানে তরমুজের জুরি নাই। গাছের চেয়ে এই ফলের ওজন বেশি হয় তাই গাছ এই ফলকে সামলাতে হিমশিম খায়। যাইহোক তরমুজ অসাধারন লাগে খেতে আর এখনো পাওয়া যাচ্ছে। হয়ত আরও কিছুদিনের ভেতর শেষ হয়ে যাবে। আজকের আমার পোস্ট শুধু তরমুজকে নিয়ে।


  • গবেষণা করে দেখা গেছে তরমুজের ইতিহাস। আমরা মানে মানুষ যেমন বানর থেকে সৃষ্টি বলে গবেষকেরা দাবি করেন ঠিক তেমনি তরমুজেরও ইতিহাস আছে। বিবর্তন ধারায় তরমুজ কুমড়ো থেকে এসেছে। অনেক অনেক বছর আগে নাকি তরমুজ কুমড়ো ছিল।
  • ফেসবুকে অনেকে তরমুজকে জাতীয় ফল করার দাবি জানাচ্ছে। তাদের যুক্তি হল তরমুজের গঠন আমাদের বাংলাদেশের পতাকার মত। চারপাশে সবুজ আর ভেতরে লাল। এটা করলে নাকি আমাদের মাঝে চেতনার সৃষ্টি হবে। তাছাড়া ফল হিসেবে অনেক উপকারি তরমুজ। এটির ভেতর বিচি আছে। একটি তরমুজ পরিবারের সকলে মিলে খেতে পারবেন।
  • আপনি চাইলে তরমুজ প্রিয়জনকে উপহার দিতে পারেন। কেননা এটির পুষ্টিগুণ তাকে সুস্থ থাকতে সাহায্য করবে। দেখবেন অনেক খুশি হবে ও দোয়া দেবে।
  • আপনি চেষ্টা করলে আপনার হারানো ভালোবাসা ফিরে পেতে পারেন। ক্রাশের মন পেতে পারেন। কিন্তু বিচি ছারা তরমুজ কখনো পাবেন না। তরমুজের অন্তরে বিচি হাসে।
  • খাওয়া শেষে তরমুজের বিচি কাজে লাগাতে পারেন। এটি দিয়ে অনেক সুন্দর মালা বানানো যায়। তরমুজের বিচির মালা।চাইলে প্রিয়জনকে তরমুজের বিচির মালা গেঁথে উপহার দিতে পারেন।
  • মনে করুন আপি একটি অন্ধকার রুমে আছেন। আপনাকে আম দিল, আম খেলেন। আপেল দিল, আপেলও খেলেন, আঙ্গুর দিল, সেটিও খেলেন, আপনি হয়ত সব কিছু খেয়ে দিতে পারবেন। কিন্তু বিচির কারনে আপনি অন্ধকারে কখনো তরমুজ খেতে পারবেন না।
  • কারো উপর রেগে আছেন? একটি তরমুজ তার মাথায় মারুন। দেখবেন কেল্লাফতে।
  • তরমুজ দিয়ে আপনি রূপচর্চা করতে পারেন। দেখবেন অনেক আকর্ষণীয় ত্বক পাবেন। হাতের কাছে কোন জিনিস না পেলে তরমুজ দিয়ে রূপচর্চা শুরু করে দিন আজই।
  • তরমুজের রমাজানের ইফতারিতে জুস খেতে পারেন। অনেক উপকারি। তবে হ্যাঁ বিচি ফেলে দিয়েন।
  • আপনি চাইলে আরও রেসিপি তরমুজ দিয়ে আবিস্কার করতে পারেন। যেমন আপনি তরমুজের আইস্ক্রিম বানাতে পারেন। তরমুজের সালাত খেতে পারেন। এছাড়া আপনি চাইলে তরমুজ দিয়ে তরকারিও রান্না করতে পারেন। এতে আপনার কষ্ট করে ঝোল বানাতে হবে না। তরমুজের রসই ঝোল হয়ে যাবে।
  • আপনি ঘুষ দেওয়ার সময় তরমুজ ইউজ করতে পারেন আর যদি তাতেও না কাজ হয় তাহলে তরমুজ তার মাথায় মেরে চলে আসবেন।
  • রাতে ঘুমানোর সময় বালিশের বদলে তরমুজ ইউজ করতে পারেন। তবে কোলবালিশ হিসেবে ব্যবহার করবেন না কিন্তু। কারন ঘুম থেকে উঠে বিছানা ভেজা দেখার সম্ভাবনা খুব বেশি।
  • মাঝে মাঝে রাস্তা ঘাটে দেখবেন তরমুজ নিয়ে মারামারি হচ্ছে। সেখানে অনেক হতাহত পেতে পারেন। তখন দেখবেন মাথায় তরমুজ ফাটানো হচ্ছে। তখন তরমুজের সেলফি নিতে গেলে আপনিও মার খাবার সম্ভাবনা রয়েছে।
এই ছিল আমার তরমুজ নিজে পোস্ট। আপনাদের তরমুজের অভিজ্ঞতা আমাকে জানাবেন। বেশি বেশি তরমুজ খাবেন আর বিচির মালা পড়ে ঘুরে বেড়াবেন।

No comments:

Post a Comment